আমার দেশ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক
আমার দেশ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুনগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন সাপ্তাহিক প্রকৌশল সমাচার এর প্রধান সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী এবং সম্পাদক আকতার হোসেন।
MAHMUDUR RAHMAN